বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর অনলাইন ওএসএস পোর্টাল লিংক (https://bidaquickserv.org/)
প্রি-পেইড মিটারের সম্মানিত গ্রাহকগণকে অবগতির জানানো যাচ্ছে যে, রিচার্জ টোকেনে একাধিক লাইন থাকলে মিটারে ২০ ডিজিট করে প্রদানের পর এন্টার বাটন চাপতে হবে। প্রতিবার এন্টার বান্টন চাপার পর মিটারে good বা ok বা হাসি চিহ্ন দেখাবে। তবে Error দেখালে শুধুমাত্র ঐ ২০ ডিজিটের লাইনটি আবার প্রদান করে এন্টার চাপতে হবে। এভাবে সকল ডিজিট চাপা হলে রিচার্জ সম্পন্ন হবে। উল্লেখ্য রিচার্জ টোকেন একাধিক লাইন শুধু একবারই আসবে।মিটারের যে কোন সমস্যায় যোগাযোগ করুন ০১৩০২৭১৬৭৩৫।ধন্যবাদান্তে, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS